• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে আবারো আয়োজিত হচ্ছে চিত্রশিল্পী শিপুর আর্টিস্ট টক

প্রকাশিত: ১৬:০৬, ১৩ জুন ২০২৪

আপডেট: ১৬:১৮, ১৩ জুন ২০২৪

ফন্ট সাইজ
রাজধানীতে আবারো আয়োজিত হচ্ছে চিত্রশিল্পী শিপুর আর্টিস্ট টক

দর্শক চাহিদায় আবারো রাজধানীতে আয়োজিত হতে যাচ্ছে চিত্রশিল্পী এ. এফ. এম. মনিরুজ্জামান শিপুর আর্টিস্ট টক। আগামীকাল শুক্রবার ( ১৪ জুন) বিকেল ৪টায় দ্বিতীয়বারের মত একই ভেন্যুতে এ আয়োজন করছে বেস্ট এগজটিক বুক স্টোর এন্ড টি হাউজ। 

এর আগে গত শনিবার (৮ জুন) সন্ধ্যায় ঢাকার উত্তরার ৭নং সেক্টরের সোনারগাঁ জনপথ রোডের ২১নং প্লটের পামজুমাইরাহ-এর তৃতীয় তলায় 'নয়েজ' শিরোনামে চিত্রশিল্পী শিপুর আর্টিস্ট টক এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করে বেস্ট এগজটিক বুক স্টোর এন্ড টি হাউজ। 

এসময় শিল্পী এ. এফ. এম. মনিরুজ্জামান শিপু তাঁর চিত্রকলা ও জীবন দর্শন নিয়ে কথা বলেন।  আর্টিস্ট টক সমাপ্তির পর চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। 

প্রদর্শনীতে ঢাকা শহরের অভিব্যক্তি তুলে ধরতে রিকশাকে বিষয় করে ক্যানভাসের উপরে এক্রিলিক মাধ্যমে আঁকা ১৫টি চিত্রকর্ম স্থান পায়।  চিত্র প্রদর্শনীটি ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে।  

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2