• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নাচ গান ও শোভাযাত্রায় বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন

প্রকাশিত: ১৭:০১, ১৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নাচ গান ও শোভাযাত্রায় বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন

বিশ্ব আলোকচিত্র দিবস আজ। ‘দৃশ্যভাষা পড়তে শিখি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি উদযাপিত হচ্ছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সারাদেশে ৬০ টিরও বেশি সংগঠনকে সাথে নিয়ে বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন করে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি।  

সকালে দিবসটি উপলক্ষে ১২ জন আলোচিত্রীর ছবি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শিত হয়। এছাড়া  শহীদ মিনারে নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। 

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ আলোকচিত্রের একটি তীর্থভূমি। আলোকচিত্রের একটি গৌরব বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানে কিছু লোক ছবি তুলেছে বলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ফটোগ্রাফির মতো এতো গুরুত্বপূর্ণ একটি মাধ্যমকে আপনারা অবহেলা করবেন না। ফটোগ্রাফিকে সরকারি স্বীকৃতি দিতে হবে। আলোকচিত্রীদের অবহেলা করলে দেশের ক্ষতি হবে বলে জানান তারা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেন দ্রুত ফটোগ্রাফি বিভাগ খুলে দেয়, সে দাবি তোলেন বক্তারা। 
   
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রদক্ষিণ করে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2