• NEWS PORTAL

  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

উৎসবমুখর আয়োজনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আত্মপ্রকাশ

প্রকাশিত: ২২:৩০, ৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
উৎসবমুখর আয়োজনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আত্মপ্রকাশ

বাংলার গৌরবময় ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও ২০২৪ এর জুলাই বিপ্লবের চেতনায় সমতা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের অঙ্গীকারে দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠন ও আবৃত্তিশিল্পীদের অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো। 

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে একঝাঁক শিশুশিল্পী নতুনের আহ্বান জানিয়ে বেলুন উড়িয়ে উদ্বোধন করে ফেডারশনের। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।

এর আগে বেলা ৩:৩০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আত্মপ্রকাশ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়ে আয়োজনের উদ্বোধনী পর্ব। 

আয়োজনে স্বাগত বক্তব্য ও উদ্বোধনী ঘোষণাপত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি বিশিষ্ট আবৃত্তিশিল্পী মেহেদী হাসান। আত্মপ্রকাশ উপলক্ষে ফেডারেশনকে শুভেচ্ছা জানান জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে শিশুদের আবৃত্তি দল ঋদ্ধস্বর, কিনান লার্নিং সেন্টার ও মহাপৃথিবী।

বিভি/এআই

মন্তব্য করুন: