কারাগারে বন্দী থেকেও সকল বাসনা পূর্ণ হতো যে সম্রাটের
সম্রাট শাহজাহানকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুঘল সামাজ্যের ইতিহাস যার জানা আছে তিনিই তাকে চিনবেন। ‘মির্জা শাহাবুদ্দিন মুহাম্মাদ খুররাম’ পরিচিত ছিলেন শাহজাহান নামে। দিল্লির আগ্রার সেই তাজমহল শাহজাহানের নাম শতাব্দীর পর শতাব্দীর অক্ষত রেখেছে। ১৬২৮ খ্রিষ্টাব্দ থেকে ১৬৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন তিনি। শাহজাহান ছিলেন বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট।
শাহজাহানের রাজত্বের সময়কালকে ঐতিহাসিকভাবে মুঘল স্থাপত্যের ‘স্বর্ণযুগ’ বলা হয়। সম্রাট শাহজাহান লালকেল্লা, শাহজাহান মসজিদ এবং তার স্ত্রী মমতাজ বেগমের নামে সমাধিসৌধ ‘তাজমহল’সহ অনেক স্মৃতিসৌধ নির্মাণ করেন। নির্মাণশৈলীর কারণে তাকে ‘প্রিন্স অফ বিল্ডার্স’ বলা হয়। শাহজাহানের সময় মুঘল বাহিনীর সৈন্যসংখ্যা দশ লাখে উন্নীত হয় এবং তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত করে।
শাহজাহান মেবারের বিদ্রোহী রাজা রানা অমর সিং কে পরাজিত করেন ও মুঘলদের বশ্যতা স্বীকারে বাধ্য করেন। তিনি দাক্ষিণাত্যের লোদীদের দমন করেন এবং মুঘল সাম্রাজ্যর সীমা ঠিক রাখতে পিতা সম্রাট জাহাঙ্গীরকে সাহায্য করেন। জাহাঙ্গীর তার ওপর যারপরনাই খুশি হন। তাকে পরবর্তী সম্রাট ঘোষণা করেন এবং শাহজাদা খুররমকে ‘শাহজাহান’ বা ‘পৃথিবীর সম্রাট’ উপাধি দিয়ে দরবারের স্থায়ী সভ্য করে নেন।
সম্রাট শাহজাহানের শেষ জীবন ছিল অবসর বিশ্রামের। তিনি তার জীবনের শেষ ২০ বছর আগ্রা দুর্গে পুত্র আওরঙ্গজেব কর্তৃক গৃহবন্দী হয়ে কাটান। তবে, গৃহবন্দী করে রাখা হলেও প্রকৃতপক্ষে তা নয়। কারণ, তখনও শাহজাহানের যাবতীয় ইচ্ছা বাসনা কারাগারেই পূর্ণ করা হতো।
স্থাপত্য নিদর্শন তার নাম অনন্য। শাহজাহান শিল্পানুরাগী ছিলেন। তাজমহল ছাড়াও তার অমর কীর্তিগুলোর মধ্যে রয়েছে- জামা মসজিদ, শাহজাহান মসজিদ, মতি মসজিদ, শালিমার গার্ডেন, ওয়াজির খান মসজিদ, দেওয়ান-ই-আম, দেওয়ান-ই-খাস, ময়ূর সিংহাসন। শুধু তাই-ই নয় তার নামে স্বর্ণ (মোহর), রৌপ্য (রুপি) এবং তামা (দাম) এই তিন ধাতুর মুদ্রাও প্রচলিত ছিলো।
সিংহাসন আরোহনের পূর্ব পর্যন্ত শাহজাহান ‘শাহাজাদা খুররাম’ নামে পরিচিত ছিলেন। ১৬২৭ সালে পিতা জাহাঙ্গীরের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে আরোহণ করেন তিনি। ৩০ বছর শাসন করার পর ১৬৫৮ সালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পুত্র আওরঙ্গজেব তাকে মুঘলদের রাজকীয় প্রাসাদ আগ্রা দুর্গে গৃহবন্দী করেন এবং সেখানে ১৬৬৬ সালের ২২ জানুয়ারি তার মৃত্যু হয়।
-ইন্টারনেট
বিভি/পিএইচ



মন্তব্য করুন: