• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাঙ্গামাটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৬, ১০ জুন ২০২৩

ফন্ট সাইজ
রাঙ্গামাটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি শিশু তার আগামী দিনের চলার পথ খুঁজে পায় বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

তিনি বলেন বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরুর সময় কেউ বলতে পারেনি পাহাড়ের মেয়েরা দেশের সুনাম বয়ে আনবে। তেমনি রাঙ্গামাটির সাংস্কৃতিক অঙ্গ থেকেও উজ্জ্বল নক্ষত্র উঠে আসবে। আজকের শিশুরা আগামী দিনে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে আসবে এমনি প্রত্যাশা করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। 

শনিবার (১০ জুন)  রাঙ্গামাটি শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও রাঙ্গামাটি শিল্পকলা একাডেমির আহবায়ক রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙ্গামাটি সহকারী তথ্য অফিসার অমিয় খীসা, রাঙ্গামাটি শিশু একাডেমির পরিচালক অর্চনা চাকমা, রাঙ্গামাটি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল সহ অন্যান্য অতিথিরা।

পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: