নিউমার্কেটে জলাবদ্ধতা: ঢাকা দক্ষিণ সিটির ৪জনকে শোকজ

গত বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে পুরো ঢাকা শহরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন এলাকার পানি দ্রুত সরে গেলেও ২৪ ঘন্টা পরও পানি সরেনি ঢাকার নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায়। জলাবদ্ধতা নিরসনে করতে না পারার ঘটনাযর তিনদিন পর সিটি কর্পোরেশনের ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রবিবার (২৪) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা নিরসনে নিজ দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির দায়ে ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তাদের মধ্যে রয়েছেন- করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।
বৃষ্টির পরদিন শুক্রবার দিনভর পানিতে তলিয়ে ছিল নিউমার্কেট ও নীলক্ষেত এলাকা। পরে সাকার মেশিন এনে ওই পানি অপসারণ করা হয়। নিউমার্কেটে দোকানে পানি ঢুকে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
বিভি/কেএস/এজেড
মন্তব্য করুন: