৭ মার্চ ও ১৫ আগস্ট দিবস বাতিলের প্রতিবাদ
প্রেস ক্লাবের সামনে মানববন্ধন-বিক্ষোভে হামলা
ছবি: সংগৃহিত
ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে রাজধানীতে শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের অন্তত ২৫ নেতাকর্মী এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন একসময় বিক্ষোভে রূপ নিলে অতর্কিতভাবে তাদের ওপর আক্রমণ চালায় ১৫-২০ জনের একটি দল। তারা মানববন্ধনকারীদের বেধড়ক মারধর করে।
৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আড়ালে বিক্ষোভ সমাবেশ শুরু করেন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের অন্তত ২৫ নেতাকর্মী। এসময় পাশ থেকে ১৫-২০ জন বাঁশ ও কাঠ নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়।
সংঘর্ষে আহত হয়ে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র কুতুব হিলালী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হুমায়ুন কবির নামের এক ব্যাক্তি অভিযোগ করেন, কুতুব হিলালীরা ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে দাঁড়ালে বিএনপি ও জামায়াতের ক্যাডাররা হামলা চালায়। এতে তাদের অনেকে আহত হন। যাদের মধ্যে চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিভি/এমআর
মন্তব্য করুন: