মিরপুরে চারজনের মৃত্যুর ঘটনায় সিটি করপোরেশন দায়ী নয়: মেয়র আতিক

গত বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পর সেখানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন মারা যান। এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরপুরে চারজনের মৃত্যুর ঘটনায় সিটি করপোরেশন নয়, মাদ্রাসার অবৈধ বিদ্যুৎ সংযোগই দায়ী।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে 'আগামীর অনুপ্রেরণা' শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র আতিক।
মেয়র আতিক জানান, এ ঘটনায় দায়ীদের চিন্হিত করে শাস্তির আওতায় আনা হবে। জলাবদ্ধতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র জানান, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে। এ জন্য কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটিতে নতুন করে কোনভাবেই ২০ ফিটের নিচে রাস্তা তৈরির অনুমতি দেয়া হবে না। উত্তর সিটিতে সকল তার আন্ডারগ্রাউন্ডে নেয়ার ব্যপারে পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি। তারের জটলা নিরসনে মাস্টার প্ল্যান তৈরিতে বুয়েটের একটি টিম কাজ করছে বলে জানান উত্তর সিটির মেয়র।
বিভি/এজেড
মন্তব্য করুন: