• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফিলিস্তিন ইস্যুতে ঢাকায় ছাত্রশিবিরের বিশাল মিছিল

প্রকাশিত: ১৪:৫৩, ১৬ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
ফিলিস্তিন ইস্যুতে ঢাকায় ছাত্রশিবিরের বিশাল মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ও আল আকসা মসজিদ রক্ষার দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরি ঢাকা মহানগর উত্তর। সোমবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম। আরও উপিস্থত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় আইন সম্পাদক আবুল খায়ের আজাদ, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মু. সালাউদ্দিন মাহমুদ, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শিবির নেতা জাহিদুল ইসলাম বলেন, ‘ইসরায়েল বরাবরের মতোই ফিলিস্তিনের নীরিহ মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’

বিভি/এসএইচ/এজেড

মন্তব্য করুন: