• NEWS PORTAL

  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ইফতার আয়োজনে নেই হাঁকডাক, সুনসান নিরব বেইলি রোড

প্রকাশিত: ২২:৫৫, ১২ মার্চ ২০২৪

আপডেট: ১৭:২৬, ১৩ মার্চ ২০২৪

ফন্ট সাইজ

বছরখানেক আগেও এই সড়কে রমজানে ইফতার আয়োজনে ছিলো হাঁকডাক। মানুষে মানুষে ঠেলাঠেলিতে বেইলি রোড রূপ নিতো ইফতার বাজারে। কিন্তু এবার নেই সেই চিরচেনা রূপ। নেই ক্রেতা-বিক্রেতাদের শোরগোল, নেই ক্রেতাদের পদচারণা। অনেকটাই সুনসান নিরব পোড়া বেইলি রোডের ইফতার বাজার। 

বিক্রেতারা বলছেন- অগ্নিকাণ্ডে শুধু গ্রীন কোজি কটেজ পুড়েনি। পুড়েছে সব ব্যবসায়ীদের কপাল। ক্রেতারাও তাই মনে করেন। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব আছে বলেও মনে করেন ক্রেতারা। 

ঐতিহ্যবাহী সুইস বেকারিতে ইফতার কিনতে আসা একজন ক্রেতা বলেন, অগ্নিকাণ্ড যেমন ক্রেতাদের মাঝে আতংক ধরিয়েছে। তেমনি দ্রব্যমূল্যের প্রভাবও আছে। প্রায় ক্রেতাদের একই মত।

আরও পড়ুন: বেইলি রোড ট্র্যাজেডি: যেভাবে বাঁচলেন ও বাঁচালেন ৪০ জনের প্রাণ (ভিডিও)

একদিকে আগুন আতংকে ক্রেতা সংকট অন্যদিকে- হযবরল অভিযানে বন্ধ হয়ে গেছে অনেক নামী-দামি রেস্টুরেন্ট। ফলে ক্রেতারা আগের মতো আসবে না, আগে থেকেই ধারণা ছিলো বিক্রেতাদের। তাই ইফতার আয়োজনেও কমানো হয়েছে অতীতের বাহারি সব আইটেম।

সুইস বেকারির ম্যানেজার মো. সিরাজুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণে ক্রেতাদের মাঝে আতংক আছে। তাই ক্রেতাসংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। অন্যদিকে অগ্নিকাণ্ডের পর এই এলাকায় বিভিন্ন অভিযানে রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় ইফতারের আয়োজনে ভাটা পড়েছে।

একই কথা বললেন, এ ওয়ান ফুড অ্যান্ড পেস্ট্রি’র ম্যানেজার পারভেজ। তিনি বলেন, এইবার আগে থেকেই ধারণা করা হচ্ছিলো ক্রেতার সংখ্যা কমবে। তাই সত্যি হলো। প্রথম রমজানে গত বছরের তুলনায় ক্রেতার উপস্থিতি নেই।

ইফতার আয়োজনের জৌলুস ফিরে পাবে বেইলি রোড- এমনটাই প্রত্যাশা এখানকার বিক্রেতাদের। 
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2