• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার মালিবাগে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

প্রকাশিত: ২১:১৬, ২০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
এবার মালিবাগে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে মালিবাগ মোড়ে শাহজালাল হোটেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হোটেলটির কর্মচারী মো. সবুজ (২৪), মো. মারুফ (১৬) ও মো. জুলহাস (১৮) দগ্ধ হন। অপর দগ্ধ আব্দুল হান্নান (৪০) হোটেলে খেতে এসেছিলেন। হোটেলটির কর্মচারী তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। আর হান্নানকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ঢামেকের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ‘দগ্ধদের হাত-মুখ ও পা দগ্ধ হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধদের অবস্থা সংকটমুক্ত নয়।’

বিভি/টিটি

মন্তব্য করুন: