• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

এসি সার্ভিসিং করতে এসে ১০তলা থেকে পড়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ২০:১৫, ১৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১৬:৪৬, ১৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
এসি সার্ভিসিং করতে এসে ১০তলা থেকে পড়ে একজনের মৃত্যু

১০তলা ভবন থেকে পরে মৃত্যু

রাজধানীর ইস্কাটনের ৬ নম্বর রোডে এসি সার্ভিসিংয়ে এসে ১০তলা ভবন থেকে পরে সোহাগ (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। সেফটি বেল্ট না থাকায় রশিতে ঝুলে কাজ করছিলেন দুইজন। পরে রশি ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাংলাদেশের একটি অনলাইন সেবাভিত্তিক মার্কেটপ্লেস সেবা ডট এক্সওয়াইজেড থেকে তাদের পাঠানো হয়েছিল।

নিহত সোহাগ বরিশালের পাথরকাটার বাসিন্দা। ঈদের ছুটি কাটিয়ে বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকায় ফেরেন তিনি।   

ফ্ল্যাট মিলিক জানান, সেবা ডট এক্সওয়াইজেডে এসি সার্ভিসিংয়ের জন্য কল দিলে তারা দুই জন লোক পাঠান। কিন্তু তাদের সাথে সেফটি বেল্ট ছিল না। রশিতে ঝুলে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

সেবা ডট এক্সওয়াইজেড কর্তৃপক্ষ জানান, তাদের কর্মীরা সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত। সোহাগ অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে এমন দুর্ঘটনার শিকার হয়েছেন।

রমনা থানার এসআই জালাল উদ্দিন বলেন, সেফটি বেল্টের কারণেই এমন দুর্ঘটনা হয়েছে। তদন্ত চলছে বলে জানান তিনি।    

বিভি/টিটি

মন্তব্য করুন: