• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাসচাপায় কলেজছাত্র আহত, উত্তরায় সড়ক অবরোধ

প্রকাশিত: ১৮:২৬, ২০ জুন ২০২২

আপডেট: ১৮:২৭, ২০ জুন ২০২২

ফন্ট সাইজ
বাসচাপায় কলেজছাত্র আহত, উত্তরায় সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত।

বাস চাপায় এক কলেজ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় উত্তরায় সড়ক অবরোধ করে রাখা হয়েছে। সোমবার (২০ জুন) বিকেল থেকে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। বাস চাপায় আতহ শিক্ষার্থী সাদ মাইলস্টোন কলেজের ছাত্র। 

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রবিবার (১৯ জুন) এনা পরিবহনের একটি বাসের চাপায় একাদশ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ বিকেল থেকে হাউজবিল্ডিং এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। 

শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন আটকে রেখেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি বলেও জানান ওসি জহিরুল।

তিনি আরো জানান, আহত হওয়া ওই শিক্ষার্থী এখন হাসপাতালে চিকিৎসাধীন। 

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস জানান, প্রথমে মাইলস্টোনের শিক্ষার্থীরা হাউজবিল্ডিং এলাকার সড়কে নেমেছিলেন। পরে তাদেরকে বুঝিয়ে এখান থেকে উঠিয়ে দিলে তারা আবার আজমপুর গিয়ে আশপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সেখানে আবার রাস্তা অবরোধ করে বসে পড়ে।

নিরাপদ সড়কের আন্দোলনে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে বলেও জানান তিনি।
 

বিভি/এইচকে

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2