• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দেশে এসে বিয়ের সাত দিনের মাথায় প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: ০৮:১৭, ২৪ জুলাই ২০২২

ফন্ট সাইজ
দেশে এসে বিয়ের সাত দিনের মাথায় প্রবাসীর মৃত্যু

দেশে এসে বিয়ের সাত দিনের মাথায় এক কুয়েত প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মো. রাব্বি হোসেন ঢাকার ধামরাইয়ের কুমরাইল এলাকার মো. হুমায়ুন মিয়ার ছেলে। 

নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজের পর ১৮ ঘণ্টা পর শনিবার (২৩ জুলাই) বেলা ১২ টায় উপজেলার ভাড়ারিয়ার কাকরান এলাকায় বংশী নদীর ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে কুয়েত থেকে ছুটিতে দেশে ফিরে  রাব্বি। গত শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের নিয়ে উপজেলার কাকরান এলাকার বংশী নদীতে বন্ধুদের সাথে নৌকা ভ্রমনে যান রাব্বি।

নৌকায় উচ্চ শব্দের গান বাজিয়ে আনন্দ-উল্লাসের এক পর্যায়ে রাতে নৌকা থেকে নদীতে পড়ে যান রাব্বি। 

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। রাত দিন চেষ্টার পর ঢাকা থেকে আসা ৪ সদস্যের এক্সপার্ট ডুবুরি দল আনা হয়। তাদের নিয়ে ধামরাই ফায়ার সার্ভিস ইউনিট পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। অনেক  চেষ্টার পর গতরাতে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার  দূরে  রাব্বির মরদেহ উদ্ধার করা। হয় ।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, রাব্বি অসতর্কতাবশত নৌকা থেকে পড়ে যায়। সে সাঁতার জানত না তাই সাথে সাথেই পানির নিচে তলিয়ে যায়। ভাড়ারিয়ার কাকরান এলাকায় বংশী নদীর ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেদ

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2