• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে বিস্ফোরণ, নিহত ১

প্রকাশিত: ০৭:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে বিস্ফোরণ, নিহত ১

জানা যায়নি ক্ষয়-ক্ষতির পরিমাণ

রাজধানীর হাজারীবাগ থানার বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণ হয়েছে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করছেন।

জানা গেছে, বিস্ফোরণে নিহতের যুবকের নাম ইলিয়াস (২০)। তিনি কুরিয়ার সার্ভিসটির মাল লোড-আনলোডের কাজ করতেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর তানোর। আহতরা হলেন- মো. হালিম (২৮), মারসেল (৩৬) ও আশিক (৪০)।

শাহজাহান শিকদার জানান, রাত ১২টা ১২ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের আগুন নেভাতে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বিভি/টিটি

মন্তব্য করুন: