• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রথম রমজানেই হঠাৎ নামলো ঝুম বৃষ্টি, সঙ্গে ঝড়ো বাতাস

প্রকাশিত: ১৫:৫৪, ২৪ মার্চ ২০২৩

আপডেট: ১৬:০০, ২৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
প্রথম রমজানেই হঠাৎ নামলো ঝুম বৃষ্টি, সঙ্গে ঝড়ো বাতাস

পবিত্র রমজান শুরু হয়েছে। দেশব্যাপী রোজার আবহ চলছে। দিনের প্রথমবেলা থেকেই তাপমাত্রা ছিল তীব্র। দুপুরের পর হঠাৎ রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎই নামে ঝুম বৃষ্টি। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও পড়েছে। কোথাও কোথাও ঝড়ো বাতাস দেখা গেছে।

শুক্রবার (২৪ মার্চ) প্রথম রমজানে জুমার পর ইফতারি তৈরির প্রস্তুতি নেবার কালে নামে বৃষ্টি। রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, বিজয় স্মরনী ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি নামে।

তীব্র তাপমাত্রার মধ্যে হঠাৎ বৃষ্টি স্বস্তি দিলেও রাস্তার পাশের দোকানী, রিকশাওয়ালা ও পথচারীরা বিড়ম্বনায় পড়েন। দ্রুত দোকান ঢাকার জন্য দৌঁড়াদৌঁড়ি শুরু করেন। 

রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় ঝড়ো বাতাসে গাছের ঢাল ভেঙে রাস্তায় পড়েছে

রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় ঝড়ো বাতাসে গাছের ঢাল ভেঙে রাস্তায় পড়েছে। তবে এ ঘটনায় কোনো বিপদ হয়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন: