• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইভিএমে ধীরগতি ভোটগ্রহণে, ভোটারদের ভোগান্তি 

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৮, ১৬ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ইভিএমে ধীরগতি ভোটগ্রহণে, ভোটারদের ভোগান্তি 

ফরিদপুরে সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে। এতে ভোটাররা ভোগান্তিতে পড়েছেন। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। পুরুষদের পাশাপাশি বিপুলসংখ্যক নারী ভোটারেরাও এসেছেন ভোট দিতে। 

সকাল সাড়ে ৮টায় ইভিএম মেশিনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান ইন্সটিটিউট কেন্দ্রের নারীদের ৪ নং কক্ষে ভোট নেয়া হয়েছে ৪৮ টি। এখানে মোট ভোটার ৩৬৩ জন।

চরমাধবদিয়া ইউনিয়নের গোলাপবাগ কেন্দ্র, নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মারচর উচ্চ বিদ্যালয়, ডিক্রিরচরে আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ অন্যান্য কেন্দ্র থেকেও ভোটগ্রহণে ধীরগতির খবর পাওয়া গেছে।

নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ফরিদপুরের ১১টি ইউনিয়নে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ প্লাটুন বিজিবি ছাড়াও বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। এসব ইউনিয়নে ৬৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৩৮ জন সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী ও ১১৩ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইভিএম মেশিনে অনুষ্ঠিত এ নির্বাচনে ১০৩টি ভােটকেন্দ্র ও দুই লাখ ৩৩ হাজার ২৯জন ভােটার রয়েছেন।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2