নেত্রকোনা-৪ আসনে উপ-নির্বাচনে আ. লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নেত্রকোণা-৪ মদন -মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সোমবার (২৪ জুলাই) দুপুরে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থী সাজ্জাদুল হাসান বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো। এলাকায় যে উন্নয়ন কাজ চলছে তা এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতবদ্ধ।
গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনের তফসিল দেয়। তফসিল অনুযায়ী ২৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, বাছাই ২৫ জুলাই, প্রত্যাহার ৩১ জুলাই আর ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।
আসনটিতে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৯ জন পুরুষ আর ১ লাখ ৭২ হাজার ৩৫৬ জন নারী ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ১৩৭ টি।
বিভি/রিসি
মন্তব্য করুন: