• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনা

১১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম

প্রকাশিত: ২১:১৩, ১৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনা

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৪টি সংসদীয় আসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক।

শুক্রবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ প্রদান করেন। আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ১২ ডিসেম্বর ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এবং সকল প্রার্থী, সমর্থক ও সংশ্লিষ্ট পক্ষ যেন নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলে, সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

একইসঙ্গে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ (ইউএনও) নিজ নিজ উপজেলার নির্বাচন সংক্রান্ত সার্বিক কার্যক্রম সমন্বয় করবেন।

অফিস আদেশ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা নিম্নরূপ—

কুড়িগ্রাম সদর উপজেলা:
আরিফুল ইসলাম ও মোঃ আবু বক্কর সিদ্দিক
রাজারহাট উপজেলা:রুপচাঁদ
উলিপুর উপজেলা: এস. এম. মেহেদী হাসান ও এ. বি. এম. মেজবাহ উদ্দিন আহমেদ
ভূরুঙ্গামারী উপজেলা: প্রিতম কুন্ডু
নাগেশ্বরী উপজেলা: মোঃ বদরুজ্জামান রিশাদ
ফুলবাড়ী উপজেলা: মোঃ আনোয়ার হোসাইন
চিলমারী উপজেলা: শেখ মাহবুবে সোবহানী
রৌমারী উপজেলা: রাফিউর রহমান
চর রাজিবপুর উপজেলা: সায়েকুল হাসান খান

কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শুক্রবার থেকেই তাদের দায়িত্ব পালন শুরু করেছেন।’

প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা কমবে এবং ভোটগ্রহণের পরিবেশ আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2