নির্বাচন অফিসে জানালার কাঁচ ভেঙে অগ্নিসংযোগের চেষ্টা
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
মঠবাড়িয়া থানা পুলিশের পরিদর্শক তদন্ত শেখ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বলেন, গতকাল রাত ১১টার দিকে অফিসের কাজ শেষ করে বাসায় যাই। সকালে অফিসে আসলে এমন পরিস্থিতি দেখি তবে অফিস এবং অফিসের কোন নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। আমি বিষয়টি উর্ধতন কর্মকর্তা, নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি নিরাপত্তা দেয়ার জন্য।
স্থানীয়রা জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসের দোতালায় জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পাশের একটি ভবন থেকে লাঠির সাথে গামছায় পেট্রোল লাগিয়ে আগুন ভিতরে দেয়। গামছা পুড়ে ছাই মেঝেতে পড়ে থাকে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার পরিদর্শক তদন্ত শেখ হেলাল উদ্দিন জানান, বিষয়টি শুনতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। ভবনের পিছনের থাই গ্লাসের জানালা কৌশলে খুলে তারপর আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: