• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভৈরবে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ১৯:৪৪, ১২ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
ভৈরবে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের ভৈরবে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাইনবোর্ডে বাসস্ট্যান্ডের নাম নিজেদের গ্রামের নামে নামকরণকে নিয়ে দ্বন্দ্বে দুইদল গ্রামবাসির সংঘর্ষে আহত হয়েছে উভয়পক্ষের অর্ধশতাধিক। ২০টিরও বেশি বাড়ি-ঘর ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামবাসির মধ্যে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর এই দুই গ্রামের নিয়ন্ত্রণে আকবরনগর-মিরারচর বাসস্ট্যান্ডটি। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ ভুলক্রমে তাদের একটি সাইনবোর্ডে “আকবরনগর বাসস্ট্যান্ড” লেখায় দুই গ্রামবাসির মাঝে উত্তেজনা দেখা দেয় এবং গত ১০ জুলাই সোমবার এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শতাধিক লোক আহত হওয়াসহ অর্ধশত দোকানপাট ভাংচুর ও লুটপাটের শিকার হয়। 

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে এই নিয়ে ভৈরব থানায় উভয়পক্ষকে নিয়ে এক সালিশ দরবার হয় এবং দুই গ্রামের সংযুক্ত নাম হবে ওই বাসস্ট্যান্ডের নাম-এই সিদ্ধান্তই বহাল থাকে। কিন্তু সিদ্ধান্ত না মেনে আকবরনগর গ্রামের লোকজন মিরারচরের লোকজনদের বাসস্ট্যান্ড যেতে ও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে বাঁধা দেয়। আকবরনগর গ্রামের লোকজনদের দাবি, বাস্ট্যান্ডের সমস্ত জায়গা-জমি তাদের। মৌজা তাদের নামটিও তাদের। কিন্তু গায়ের জোরে মিরারচরের লোকজন বাস্ট্যান্ডের নামে ভাগ বসাতে চাচ্ছে। এই নিয়ে গত দুইদিন ধরে উভয় গ্রামের লোকজনের মাঝে উত্তেজনার পর আজ সংঘর্ষে রূপ নেয়।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2