• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

আপত্তিকর ভিডিও ভাইরালের পর জেলা ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

প্রকাশিত: ১১:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আপত্তিকর ভিডিও ভাইরালের পর জেলা ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী

ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

রবিবার রাতের বিজ্ঞপ্তিতে বলা হয়,‘সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ‘জেলা ছাত্রলীগ সভাপতি বাপ্পীর আপত্তিকর ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে। সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর একদিনের মধ্যেই বাপ্পীকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
 
গত শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক যুবতীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন এবং তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত ওই তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হন। 

বিভি/এ.জেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2