• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত মানুষের ৫ টাকার হাট

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত: ২৩:১৩, ২০ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত মানুষের ৫ টাকার হাট

ঠাকুরগাঁওয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ টাকার হাট বসানো হয়েছে। এ হাটের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া। এ সময় হাটে উপস্থিত সাড়ে তিনশো মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন।

হাটে আসা হতদরিদ্র লোকজন ২২ প্রকারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের সুযোগ পান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, তেল, ডিম, চিনি, লবণ,লুডলস, আটা, মাছ, মুরগিসহ নানান দ্রব্যাদি ছিল। সাধারণ মানুষ প্রতিমাসে এই ধরনের হাট আয়োজনের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। এ সময় হাটে উপস্থিত সাড়ে তিনশত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগ নিম্নবিত্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হচ্ছে। দশ টাকার বিনিময়ে এই হাট থেকে প্রত্যেকে প্রায় সাতশ টাকার পণ্য কিনতে পেরেছেন।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2