• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জামালপুর কারাগারে দুই কারাবন্দীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ৭ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
জামালপুর কারাগারে দুই কারাবন্দীর মৃত্যু

জামালপুরে জেলা কারাগারে এক রাতেই দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দিনগত রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।  

মৃত কারাবন্দীরা হলেন- মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কয়লাকান্দি এলাকার শাহীন হাওলাদার (৪০)। তিনি মাদক মামলার আসামি ছিলেন। অন্যজন মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শ এলাকার ইয়াকুব আলী (৬৫)। তিনি ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) জামালপুর কারাগারের জেলার আবু ফাহাত দুই কারাবন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কারাগার সূত্রে জানা গেছে , কারাবন্দি শাহীন হাওলাদার ও ইয়াকুব আলী রাতে অসুস্থ হয়ে পড়েন। কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে রাতে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৪৬ মিনিটে শাহীন হাওলাদার ও ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে  ইয়াকুব আলীর মৃত্যু হয়। 

নিহত শাহীনের স্ত্রী হালিমা বেগম বলেন, আমার স্বামীকে রাতে ঘুমন্ত অবস্থায় পুলিশে ধরে নিয়ে যায়। সেই সময় আমার স্বামীর কাছে কোনো মাদক ছিল না। আজ রাতে জেলখানা থেকে ফোন দিয়ে বলেন, আমার স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

জামালপুর কারাগারের জেলার আবু ফাহাত বলেন, রাতে দুই কারাবন্দি অসুস্থ হয়ে পড়লে তাদেরকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। একজনের শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। অন্যজন হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2