• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাট দুই আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রকাশিত: ১৭:২৬, ৩ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
জয়পুরহাট দুই আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট দুই টি আসনে ১৯ প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে ৪জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিংকর্মকর্তা। এরা হলেন জয়পুরহাট ১ আসনে রানী রাবেয়া আসরীও আলেয়া বেগম। জয়পুরহাট ২  আতোয়ার হোসেন, ও আব্দুর রাজ্জাক।

জয়পুরহাট দুই আসনে মনোনয়নপত্র বৈধ ১৫ জন প্রার্থীর। সংসদীয় আসন ৩৪ জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে যাদের মনোয়নপত্র বৈধ তারা হলেন, আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এড. সামছুল আলম দুদু, জাতীয় পার্টির এ কে এম মোয়াজ্জেম হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, তৃণমুল বিএনপির মো. মাসুম, ন্যাশনাল পিপলস্ পাটি (এনপিপি) মো. রুকুনুজ্জামান। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন,  এ কে এম রায়হান মন্ডল মনু, আব্দুল আজিজ মোল্লা, মোছা. এবং মো. জহুরুল ইসলাম।  

সংসদীয় আসন ৩৫ জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে যারা মনোয়নপত্র বৈধ তারা হলেন-

আওয়ামী লীগের বর্তমান সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাতীয় পার্টির আবু সাঈদ নুরুল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, জাকের পার্টির মো. গোলাম রসূল, বাংলাদেশ কংগ্রেসের মো. নয়ন, ন্যাশনাল পিপলস্ পাটি (এনপিপি) আবু সাঈদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন,  মো. গোলাম মাহফুজ চৌধুরী। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2