• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী`র মনোনয়নপত্র বাতিল

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৫৯, ৩ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী`র মনোনয়নপত্র বাতিল

সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী'র মনোনয়পত্র বাতিল করা হয়েছে। পাবনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা ২ আসনের (সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন) বিএনএম এর সংসদ সদস্য প্রার্থী সংগীত শিল্পী ডলি সায়ন্তনীর ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়নপত্র বাতিল বলে গন্য করা হয়েছে। 

এ বিষয়ে সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী'র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নানা ব্যস্ত থাকায় মনোনয়নপত্র দাখিলের সময় ক্রেডিট কার্ডের ঋণ খেলাপীর ত্রুটি ঠিকমত পরীক্ষা করা সম্ভব হয়নি, বাতিলের তথ্যটি আমি জেনেছি। আমি আপিল করবো, আশা করছি মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হবে।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু.আসাদুজ্জামানের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2