অটোরিকশা ধাক্কায় প্রাণ গেলো এক পুলিশের

গাইবান্ধা সদর উপজেলার পুলিশ লাইন রোডে অটোরিকশা ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় দিকে পুলিশ লাইন রোডে সদর থানা পুলিশের গাড়ি চালক মো সুমন মিয়া (২৮) অটোরিকশা ধাক্কায় নিহত হয়।নিহতের বাসা রংপুর জেলার পীরগাছা উপজেলায়।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো সুমন মিয়া পুলিশ লাইন সংলগ্ন বোর্ড বাজারে ভাড়া বাসা থেকে মোটরসাইকেল যোগে অফিসে যাওয়া পথে অটোরিকশা ধাক্কায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়।পরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এবিষয়ে গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা পুলিশ সদস্য মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।
বিভি/এফকেএম/এইচএস
মন্তব্য করুন: