• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধসহ আহত ১১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৮, ১৮ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধসহ আহত ১১

ঢাকার কেরানীগঞ্জে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দুগ্ধসহ ১১ জন আহত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় বিমল ঠাকুরের চারতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনাটি ঘটেছে। 

দগ্ধরা হলেন- একই পরিবারের সদস্য উমা রানী (৬০), তার মেয়ে বিনা চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫)। আহতরা হলেন,  প্রতিবেশী লিপি চক্রবর্তী (৩০), স্বপন রাজবংশী (৫৫), তারা রানী (৩৫) তাপশ (৩০) রাখি রানী (৩২) নিঝুম (২৯) টিটু (১১) ও চক্রবর্তী (৩৮)। এ ঘটনা নিঝুম ও পিনাক চক্রবর্তীর অবস্থা খুব খারাপ বলে জানিয়েছেন তাদের পরিবার।দগ্ধদের শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উমা রানীর নাতনি জ্যোতি দাস জানান, ৪তলা বাড়িটি তাদের নিজেদের। নিচতলায় থাকেন উমা রানী এবং তার ছেলে ও মেয়ের পরিবার। সকালে উমা রানি রান্নার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে দেয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আর বাসার দেয়াল কিছু অংশ ভেঙে পড়ে। 

এদিকে আহত প্রতিবেশী লিপি চক্রবর্তীর ছোট ভাই সৌরভ আচার্য জানান, লিপির বাসা ওই বাড়ির পাশেই এর আগেও দেবা চক্রবর্তী বাসায় আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। সকালে যখন বাড়িটিতে বিস্ফোরণ হয়, তখন সেখান থেকে দেয়ালের ইট এসে লিপির মাথায় পড়েছে। স্বপন রাজবংশী পেশায় ঝালমুড়ি বিক্রেতা। থাকেন ওই এলাকাতেই। সকালে ওই বাড়ির পাশের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলেন তিনি। তখন বিস্ফোরণে ইট এবং সাটার ভেঙে এসে তার মাথায় পড়েছে বলে জানান। 

কোন্ডা ইউনিয়ন পরিষদের সজীব প্রকাশ চন্দ্র রায় জানিয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন আহত এগারো জনের একটি তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান ঘটনাস্থান পুলিশ পরিদর্শন করেছে। করে ব্যবস্থা নেওয়া হবে। 

বিভি/এজি/এইচএস 

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2