• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রবাসী ভাইয়ের কফিন নিয়ে বাড়ি ফেরার পথে আরও ২ ভাই নিহত

প্রকাশিত: ০১:০৬, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
প্রবাসী ভাইয়ের কফিন নিয়ে বাড়ি ফেরার পথে আরও ২ ভাই নিহত

সৌদি প্রবাসী রুবেলের কফিনবন্দি মরদেহ নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন দুই ভাই। পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তার বড় ভাই বাবুল ও মামাতো ভাই ওসমান। 

শনিবার (৫ জুলাই) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন।

নিহতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরের তালুকদারপাড়ার বাবুল মিয়া (৩০) ও তার মামাতো ভাই ওসমান গণি (৩২)। 

নিহতদের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, সৌদি আরবে গত বছরের ২৭ জুলাই একটি দোকানের মালিকের নির্যাতনে মারা যান রুবেল (২৫)। দীর্ঘ চেষ্টার পর শনিবার সকালে একটি ফ্লাইটে রুবেলের মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দরে সব প্রক্রিয়া শেষ করে ভাইয়ের মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন বাবুল মিয়া ও তাদের মামাতো ভাই ওসমান গণি। বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লার বাতিসা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী লাশবাহী অ্যাম্বুলেন্সটি একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওসমান গণির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
  
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সেটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2