• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

মীর মোহাম্মদ ফারুক, গাজীপুর

প্রকাশিত: ২০:১৫, ২০ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধারে করেছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনা জেলার সদর থানার দিঘজান গ্রামের সোনা মিয়ার ছেলে মো. মোখলেছ (৪৫) ও ঠাকুরগাও জেলার রুহিয়া থানার জয়নাল আবেদিনের ছেলে মো. মাসুম (২৪)।

স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর পৌরসভার মন্ডল বাড়ির চৌকিদার ভিটায় আবু সাঈদের নির্মানাধীন বহুতল ভবনের কাজ চলছে। দুই মাস আগে ওই বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। নির্মাণ করা সেফটিক ট্যাংকির ভেতরে বাঁশ ও কাঠ খুলতে বুধবার সকালে মোখলেছ ও মাসুম ভেতরে নামে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তাদের কোন সাড়া শব্দ না পেয়ে পাশের অপর একটি বাড়িতে কাজ করা তাদের সহকর্মী মোখলেছের মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পায়। পরে সহকর্মী রুহুল আমিন বিকেলে ঘটনাস্থলে এসে ট্যাংকির পাশে এসে মোখলেছ ও মাসুমকে মৃত অবস্থায় সেপটিক ট্যাংকির পানির মধ্যে ভাসতে দেখে পুলিশ খবর দেয়। 

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তাদের মৃত দেহ উদ্ধার করে।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2