• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ভোলায় ভোট দিলেন তোফায়েল আহমেদ

নিজস্ব প্ৰতিবেদক

প্রকাশিত: ১৫:০৬, ৭ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ভোলায় ভোট দিলেন তোফায়েল আহমেদ

ভোলা উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে। শীত কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে দেখা যায় নারী পুরুষ ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। এক টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

জেলা রিটার্নিং অফিসার আরিফুজ্জামান জানান, সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনোও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ভোলার চারটি সংসদীয় আসনে ৬ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে ২৬ জনের ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় টহল দেয়া শুরু করে দিয়েছে। এছাড়াও পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, নৌ-বাহিনী ও আনসার সদস্যরা চারটি আসনেই টহল দিচ্ছেন।
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2