• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হত্যাসহ ১৫ মামলার আসামি জুম্মান খুন

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
হত্যাসহ ১৫ মামলার আসামি জুম্মান খুন

যশোরে জুম্মান (৩৮) নামে এক সন্ত্রাসী খুন হয়েছেন। তিনি যশোর শহরের শংকরপুর রেলগেট মোড়ের বাসিন্দা মুরাদ হোসেনের ছেলে।

পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুম্মান খুন হয়। তার বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। 

স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা রাতে জুম্মানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব, প্রিন্স, ট্যাটু সুমন, আসিফ ভোলাসহ কয়েকজন। এক পর্যায়ে তাকে তাড়া করে ওই দুর্বত্তরা। জুম্মান দৌড়ে রেলস্টেশন এলাকায় স্বেচ্ছাসেবকলীগের সভাপতির অফিসের সামনে পৌঁছালে পিছন থেকে পিঠে ছুরিকাঘাত করা হয়।

এ সময় পড়ে গেলে দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র আরো জানায়, অস্ত্র ও মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে জুম্মানের সাথে ভাইপো রাকিব, প্রিন্স, রনি, ভোলা, ট্যাটো সুমন, আসিফ ও খোলাডাঙ্গার আকিবুরসহ কয়েকজনের বিরোধ ছিলো। এ কারণে জুম্মান দীর্ঘদিন মাগুরা পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি যশোরে আসলে প্রতিপক্ষদের টার্গেটে পড়েন।

জুম্মানের ভাই মামুন হোসেন জানান, জুম্মানের সাথে কারো কোনো বিরোধ ছিলো না। জুম্মান পানের ব্যবসা করতেন। সন্ধ্যা রাতে তার মোবাইল ফোনে কল আসলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। 

চাঁচড়া ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল আলিম জানান, জুম্মানের বিরুদ্ধে কোতয়ালি থানায় প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে। 

অপর একটি সূত্র জানায়, নিহত জুম্মান একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। 

কোতয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি নিয়ে তারা মাঠে নেমেছেন। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2