• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাগেরহাটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২৫

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
বাগেরহাটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাটের মোল্লাহাটে দু’পক্ষের সংঘর্ষে পান্না মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোল্লারকুল এলাকায় লায়েক কাজী ও শাহজাহান খাকি‘র গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত পান্না মোল্লা মোল্লাহাট উপজেলার মোল্লার কুল এলাকার মৃত তৈয়ব মোল্লার ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন, মোল্লাহাট থানার উপ-পরিদর্শক মাজাহার, বিধান ও মামুন এবং পুলিশ কনস্টেবল গোপাল, হাফিজুর ও সঞ্জয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়েক কাজী ও শাহজাহান খাকি‘র গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের লোকজন লাঠিসোটা, ধারালো অস্ত্র, বল্লম ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে, অতর্কিত হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থলে লায়েক কাজীর সমর্থক পান্না মোল্লার মৃতদেহ পাওয়া যায়। এতে দু’পক্ষের ১৯ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। 

এর আগেও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছিল।

বিভি/এমএমএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2