• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মানিকগঞ্জে কৃষি ইনস্টিটিউটের নিরাপত্তা দেওয়ালের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯:০১, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৯:০২, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
মানিকগঞ্জে কৃষি ইনস্টিটিউটের নিরাপত্তা দেওয়ালের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৃষি ইনস্টিটিউটের নিরাপত্তা দেওয়ালের পাশ থেকে গলাকাটা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করেছে এমন তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা পুলিশ। শারমিন আক্তার (৩০) জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের বরুন্ডি এলাকার মনোয়ার হোসেনের মেয়ে। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, ধানকোড়া ইউনিয়নের কৃষি ইনস্টিটিউটের নিরাপত্তা দেওয়ালের পাশে মরদেহটি স্থানীয়রা দেখতে পায়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ গিয়ে শারমিনের মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলমান আছে। মরদেহটির গলায় ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান আছে বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2