• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী ‍নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী ‍নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে তেলবাহী ট্রেনের ধাক্কায় সজীব হোসেন (২০) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। সে কর্ণসূতি গ্রামের পূর্বপাড়া এলাকার মজিদ সরকারের ছেলে। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কয়েলগাঁতী ঢালা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  

এলাকাবাসী জানান, ওই যুবক মাদকে আসক্ত হয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে রেল লাইনের ধারে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রকৃতি পোদ্দার তাকে মৃত ঘোষণা করেন। 

সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান সরকার জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

বিভি/এইচকেএইচ/এইচএস 

মন্তব্য করুন: