• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচন ঘিরে উৎসবের আমেজে পটুয়াখালী পৌর এলাকা

প্রকাশিত: ১৮:০১, ৩ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
নির্বাচন ঘিরে উৎসবের আমেজে পটুয়াখালী পৌর এলাকা

পটুয়াখালী পৌর নির্বাচনকে সামনে রেখে ক্রমেই সরগরম হচ্ছে পটুয়াখালীর পৌর এলাকার ভোটের মাঠ। চায়ের স্টল, হাট বাজার, পথে-ঘাটে এখন পৌর নির্বাচনের মেয়র প্রার্থী ও কাউন্সিলর নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। আগামী ৯ মার্চ পৌর নির্বাচনে কে হবেন মেয়র, কে হবেন কাউন্সিলর। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। 

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী পৌরসভা নির্বাচন। গত ২৩ তারিখ প্রতীক বরাদ্দের পর থেকেই ৯ টি ওয়ার্ড চষে বেড়াচ্ছেন সাবেক ও বর্তমান মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি থেকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক। বিরতিহীনভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। এবারের পৌর নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র হিসেবে পাঁচ জন মেয়র প্রার্থীসহ ৬১ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌর ভোটারদের দাবি অবাধ সুষ্ঠু নির্বাচন। যিনি পৌরসভার জন্য কাজ করবেন সাধারণ মানুষের পাশে থাকবেন তাকেই তারা ভোট দিবেন। এদিকে সুষ্ঠ নির্বাচনের জন্য কাজ 

কেউ আচরণবিধি ভাঙছে কিনা সেদিকে সজাগ দৃষ্টি রাখছে জেলা আইন-শৃঙ্খলা বাহিনী।

২৯ বর্গ কিলোমিটার নিয়ে ১৮৯২ সালে নির্মিত এ পৌরসভায় আগামী ৯ মার্চ ইভিএম মেশিনের মাধ্যমে পঞ্চাশ হাজার ছয়শত নিরানব্বই জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে পৌর মেয়র হিসেবে নির্বাচিত করবেন।
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2