গোপালপুরে দৃষ্টিনন্দন নান্দনিক নির্মাণশৈলীর ২০১ গম্বুজ মসজিদ

ঝিনাই নদীর তীরে মনোরম পরিবেশে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন নান্দনিক নির্মাণশৈলীর ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটি নির্মাণ হচ্ছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে। বর্তমানে মসজিদটির প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। যা ইতিমধ্যেই সব কিছুকে ছাপিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছে। দেশ-বিদেশের অসংখ্য মুসলমানসহ বিদেশি পর্যটকদের আকর্ষিত করতে সক্ষম হয়েছে এই মসজিদটি। মসজিদের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
জানা যায়, ২০১৩ সালের জানুয়ারি মাসে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মসজিদের নির্মাণকাজ শুরু হয়। মসজিদটির নির্মাণকাজ শেষ হলে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। নির্মাণাধীন মসজিদটিতে ২০১৮ সাল থেকে পবিত্র ঈদের নামাজ আদায় শুরু করা হয়েছে। শবেবরাত ও শবেকদর উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের কার্যক্রমও চলে। মসজিদের বাম পাশে মাজারের মতো একটি স্থাপনা রয়েছে। সেখানে একজনের কবর দেওয়ার মতো জায়গা ফাঁকা পড়ে আছে। মসজিদের নির্মাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের এখানে সমাহিত হওয়ার কথা রয়েছে।
মসজিদসংলগ্ন দক্ষিণ-পশ্চিম দিকে ৪৫১ ফুট উচ্চতার একটি বিশাল বড় মিনার তৈরি করার কথা রয়েছে। নির্মাণ কাজ শেষ হলে প্রায় ৫৭ তলা উঁচু ভবনের সমান এই মিনারের ৫০তলা পর্যন্ত থাকবে লিফট সুবিধা। নাম হবে রফিকুল ইসলাম টাওয়ার। নির্মাণ শেষ হলে দিল্লির কুতুব মিনারকে পেছনে ফেলবে রফিকুল টাওয়ার।
সরেজমিনে দেখা যায়, মসজিদটির পশ্চিমাংশে উত্তর-দক্ষিণে বয়ে গেছে যমুনার শাখা ঝিনাই নদী। এটি মসজিদের সৌন্দর্যকে দিয়েছে ভিন্নমাত্রা। মসজিদের উত্তর দিকে অবস্থিত অজুখানা। বিশাল বড় অজুখানায় বসে অজু করার জন্য ছোট ছোট চেয়ারের মতো ১১৬টি আসন রয়েছে। অজুখানার ছাদ ছাইরঙা ক্ষুদ্রকায় পাথরের মতো মোজাইক করা। তাতে মধ্যম গভীর পানির আধার। সৌন্দর্য বৃদ্ধির জন্য অজুখানাটি সামান্য বাঁকা করে নির্মাণ করা হয়েছে।
দ্বিতীয়তলায় প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে ৫০ মণ পিতল। এখানে এক সঙ্গে ১৫ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। দ্বিতল এই মসজিদটি নির্মাণে ব্যবহৃত হয়েছে বিভিন্ন ধরনের উন্নতমানের টাইলস- যা মিসর থেকে আনা হয়েছে। মসজিদের অভ্যন্তরের দেয়ালের চারদিকে এক সারি টাইলস লাগানো হয়েছে, যাতে খন্ড খন্ড করে পুরো পবিত্র কোরআন লিপিবদ্ধ। মিহরাবের পাশে লাশ রাখার জন্য হিমাগার তৈরি করা হয়েছে। এখানে থাকবে জানাজার নামাজের ব্যবস্থা। প্রায় ১৫ বিঘা জমির ওপর নির্মাণাধীন এই মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহগ্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে।
মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ ১৪৪ ফুট করে। দৃষ্টিনন্দন মসজিদটির ছাদের মূল গম্বুজের উচ্চতা ৮১ ফুট। এই গম্বুজের চারপাশ ঘিরে ১৭ ফুট উচ্চতার আরও ২০০ গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের চার কোনায় রয়েছে ১০১ ফুট উঁচু চারটি মিনার। এছাড়া ৮১ ফুট উচ্চতার আরও চারটি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে। গম্বুজ আর মিনারগুলোতে দৃষ্টিনন্দন উন্নতমানের টাইলস বসানো।
মসজিদটির উত্তর-পশ্চিম দিকে একটি ছয়তলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে। সেখানে বিনামূল্যে হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা থাকবে। এই বিল্ডিংয়ের ছাদে উঠলে মসজিদ ও নদীর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায়।
মসজিদের পাশেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা গাড়ি রাখার স্থান। মসজিদের সামনে রয়েছে কয়েকটি দোকান। খাবার হোটেলসহ আরও আছে শো-পিস, আচার, খেলনাসহ বেশ কিছু জিনিসপত্রের দোকান। ছোটদের জন্য আছে ট্রেন, নাগরদোলা, নৌকা দোলনা ইত্যাদি খেলার ব্যবস্থা।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্মাণ শেষ হলে গিনেস রেকর্ড বুকে স্থান করে নেবে ২০১ গম্বুজ মসজিদ। এই মসজিদ ঘিরে আশপাশে তৈরি হচ্ছে ফাইভস্টার হোটেল, আবাসিক হোটেল, মার্কেট, হেলিপ্যাডসহ অত্যাধুনিক সব বিল্ডিং।
বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মসজিদের ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। বিশ্বের সকল মসজিদের চেয়ে এর কারুকাজ ভিন্নতর। মসজিদের নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: