• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাঁতার কাটতে নেমেছিলেন ৬ বন্ধু, ৪জন জীবিত ফিরলেও বাকি দুজন...

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৩, ৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
সাঁতার কাটতে নেমেছিলেন ৬ বন্ধু, ৪জন জীবিত ফিরলেও বাকি দুজন...

প্রতীকী ছবি

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে ৬ বন্ধু সাঁতার কাটতে নেমে, চারজন ফিরলেও ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রম্মপুত্র নদের বালাসি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

ফুলছড়ি ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন অফিসার আব্দুল বারী জানান, গাইবান্ধা শহরের আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছয় বন্ধু সাঁতার কেটে বালাসি ঘাটে নদীর মাঝামাঝি গোসল করতে যায়। এসময় চারজন নদী থেকে পাড়ে ফিরলেও দুজন নিখোঁজ হয়। 

খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ দুই জনকে উদ্ধারে অভিযান চালায়। ঘটনার ঘন্টা খানেক পর নিখোজ নাহিদকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন। অপর নিখোঁজ তন্ময়ের মরদেহ প্রায় ৪ ঘন্টা পর নদীর তলদেশ থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

নিহত দুই শিক্ষার্থী শহরের আহম্মদ উদ্দীন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের ছাত্র এবং তাদের বাড়ি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2