• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পুড়ে যাওয়া ২৭ আড়ত পরিদর্শন করলেন দুর্যোগ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১:১৭, ৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
পুড়ে যাওয়া ২৭ আড়ত পরিদর্শন করলেন দুর্যোগ প্রতিমন্ত্রী

পটুয়াখালীর সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুরের আড়তে এক মাসের ব্যবধানে ফের আগুন লেগে ২৭টি মাছের আড়ত পুড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান।

শনিবার (৬ মার্চ) সকাল ১১ টার দিকে তিনি পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান। সাথে সাথে ক্ষতি হওয়া ২৯টি আড়তের জন্য ৫৮ বান টিন, ১ লাখ ৮৪ হাজার টাকা এবং খাদ্য সামগ্রী দেয়ার কথাও বলেন তিনি।

শুক্রবার (৫ এপ্রিল) রাতে মহিপুরে জাপান মৎস্য আড়ত থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২৭টি আড়ত মালিকের ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছন মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা।

একই স্থানে গত ৩ মার্চ গভীর রাতে একই আড়তের আকন মৎস্য আড়ত থেকে আগুন লেগে ৭টি স্থাপনা পুড়ে যায়।পরবর্তীতে প্রতিমন্ত্রী মহিপুর এবং কুয়াকাটা পর্যটন কেন্দ্রের জন্য একটি ফায়ার স্টেশন স্থাপনের জন্য এলাকাবাসীকে আশ্বস্ত করেন। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: