• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটে চার লেন সড়কের কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে

প্রকাশিত: ১১:৩১, ৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১১:৩১, ৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
জয়পুরহাটে চার লেন সড়কের কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে

পাঁচ বছর ধরে খুঁড়িয়েই চলছে জয়পুরহাট শহরের চারলেন সড়কের কাজ। এতে মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। কাজের ধীরগতির জন্য কর্তৃপক্ষের উদাসহীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। 

জয়পুরহাট জেলা সদরের একমাত্র সড়ক সদর রোড। বাইপাস সড়ক না থাকায় যানজট আর ধুলা, বালি, কাদায় বিপর্যস্ত জনজীবন। তার মধ্যে কয়েকদিন পর ঈদ, জেলা শহরের জিরো পয়েন্ট থেকে হারাইল পর্যন্ত যানজট লেগেই থাকছে। 

জয়পুরহাট-বগুড়ার আঞ্চলিক মহাসড়কের আড়াই কিলোমিটার চার লেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। দেড় বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শুধু জমি অধিগ্রহণ, ভবন ভাংচুর ও ড্রেনের ৬০ ভাগ কাজ ছাড়া সড়কের কাজের দৃশমান অগ্রগতি নেই। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। 

কাজের ধীর গতির অভিযোগ মানতে নারাজ সড়ক বিভাগের কর্মকর্তা। স্বপ্নের ৪ লেন সড়কের কাজ কবে শেষ হবে জানে না জয়পুরহাটবাসী।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2