• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

টানা তাপদাহে নাজেহাল চুয়াডাঙ্গাবাসী, হিট এলার্ট জারি 

প্রকাশিত: ১৮:৫২, ১৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
টানা তাপদাহে নাজেহাল চুয়াডাঙ্গাবাসী, হিট এলার্ট জারি 

তীব্র তাপদাহ চলছে চুয়াডাঙ্গায়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তাপমাত্রা ছিলো ৪০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ।

টানা তাপদাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলার মানুষ। হিট এলার্ট জারি করেছে জেলা প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। দিনের বেশিরভাগ সময় প্রখর রোদে তীব্র গরম অনুভূত হচ্ছে। চরম বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবীরা। নাভিশ্বাস উঠেছে নির্মাণ ও কৃষি শ্রমিকদের। ইজিবাইক চালক ও ভ্যান-রিকশা চালকদের অবস্থাও কাহিল। তীব্র গরমে বেশিক্ষণ কাজ করতে পারছেন না তারা। ছন্দপতন ঘটছে দৈনন্দিন কাজকর্মে। হাসপাতালে বাড়ছে ডায়রিয়াসহ অন্য রোগীর সংখ্যা। 

আরও কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে তারা। অসহ্য গরমে বিপাকে প্রাণিকূলও।

বিভি/টিটি

মন্তব্য করুন: