• NEWS PORTAL

  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক ১৫

প্রকাশিত: ১৯:৩৪, ১৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১৯:৪৯, ১৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ

আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আটক করা হয়েছে ১৫ জনকে 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, স্থানীয় কাঞ্চন গ্রুপ ও জিয়াউল আমিন গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জেরে সকালে কাঞ্চন গ্রুপের মান্নান মিয়ার সাথে জিয়াউল আমিন গ্রুপের রশিদ মিয়ার ধান শুকানোর খলা দখল নিয়ে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
সরাইল থানার ওসি এমরানুল ইসলাম জানান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2