• NEWS PORTAL

  • বুধবার, ১৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পঞ্চগড়ে পাম নদী দখলের মহোৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৭, ২৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১০:৪১, ২৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
পঞ্চগড়ে পাম নদী দখলের মহোৎসব

দখলে মরতে বসেছে পঞ্চগড়ের পাম নদী। সদর ও বোদা উপজেলায় নদীতে বাঁধ দিয়ে পুকুর ও মাছের খামার করেছে প্রভাবশালীরা। কিছু জায়গায় নদী পরিণত হয়েছে নালায়। গতিপথ বদলে যাওয়ায় বর্ষায় ভাঙনের শঙ্কায় অর্ধশত পরিবার। 

দখল আর গতিপথ পরিবর্তন করায় চরম অস্তিত্ব সংকটে পঞ্চগড়ের পাম নদীটি। এর দৈর্ঘ্য সাড়ে ৪ কিলোমিটার, গড় প্রস্থ ২০ মিটার। 

বোদা উপজেলার পামেরপাড়া এলাকায় পঞ্চগড়-মাড়েয়া সড়কের কোল ঘেঁষে চলছে নদী দখলের মহোৎসব। নদীর মাঝখানে বাধ দিয়ে বানানো হয়েছে মাছের খামার। আরেকদিকে হচ্ছে চাষাবাদ। পিলার ঘেঁষে খনন কাজ করায় ঝুঁকিতে পাম সেতু। 

নদীর জমিকে নিজের অর্পিত সম্পত্তি বলে দাবি করছেন প্রভাবশালী জিয়াউর রহমান।

বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীরা। 

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ইউএনও।  

জেলা সদরের ধাক্কামারা এলাকার নিম্নাঞ্চল থেকে উৎপত্তি হয়ে বেংহারী বনগ্রাম ইউনিয়নের বন্দরমনি এলাকায় করতোয়া নদীর সাথে মিশেছে পাম নদীটি।

বিভি/রিসি

মন্তব্য করুন: