• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ধান কেটে ফেরার পথে ট্রাক্টর চাপায় ঝরলো শ্রমিকের প্রাণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৯, ৬ মে ২০২৪

ফন্ট সাইজ
ধান কেটে ফেরার পথে ট্রাক্টর চাপায় ঝরলো শ্রমিকের প্রাণ

জয়পুরহাট সদর উপজেলার দাদরা এলাকায় ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (৫ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার বড় মানিক গ্রামের ইদ্রিস আলী ও সালুয়া গ্রামের জিতেন বর্মন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নওগাঁর রানীনগর থেকে ধান কেটে কয়েকজন শ্রমিক সিএনজি করে পাঁচবিবির নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দাদরা এলাকায় অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2