• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর ও গাছপালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৮, ৬ মে ২০২৪

ফন্ট সাইজ
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর ও গাছপালা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে ৪০টি বাড়িঘর ক্ষতিগ্রস্থসহ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে পড়েছে। ভেঙে গেছে পল্লী বিদ্যুতের প্রায় ১৫টির মত খুঁটি ভেঙ্গে গেছে। অনেক গাছ ভেঙে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে অন্তত ৪৫ হাজর গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থ বন্ধ রয়েছে। রবিবার রাত থেকে উপজেলার সদর ইউনিয়ন, নাসিরপুর, দাতমন্ডল, ধনকুড়া,  কুলিকুন্ডা ও মন্নরপুর এলাকার উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

স্থানীয়রা জানান, ঝড়ে বাড়িঘরের টিনের চালা উড়ে কয়েক কিলোমিটার দূরে আছড়ে পড়েছে। পাশাপাশি ৪/৫ টি ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া বেশকিছু দোকানপাট ও হাঁস-মুরগীর খামারও ক্ষতিগ্রস্থ হয়। বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক গাছপালা ঘরের উপর ভেঙে পড়েছে।
 
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূইয়া জানান, ঝড়ে বিভিন্ন ইউনিয়নে বাড়িঘর,গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যহত হচ্ছে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিতা প্রনয়নের কাজ চলছে। দ্রুত তালিক প্রস্তুত করে তাদের সরকারিভাবে টিনসহ আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

পল্লী বিদ্যুৎ অফিস জানায়, কালবৈশাখী ঝড়ে উপজেলার ৬৫ হাজার গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে দুপুর পর্যন্ত মেরামত শেষে ২০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত খুটি অপসারণের কাজ চলছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2