• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হত্যা মামলার বিচার চেয়ে রাস্তায় নামলো ৫ গ্রামের মানুষ

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৬, ১৬ মে ২০২৪

ফন্ট সাইজ
হত্যা মামলার বিচার চেয়ে রাস্তায় নামলো ৫ গ্রামের মানুষ

মাগুরায় সামাজিক প্রতিপক্ষের হামলায় চঞ্চল্যকর নিজাম হত্যার ঘটনায় হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধন শেষে মাগুরা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি স্মারকলিপি প্রদান করা হয়। 

বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টায় শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বলেশ্বরপুর, গোবিন্দোপুর, ঘোড়ানাচ, কুকিলা, বাওড়ডাঙা সহ পাঁচটি গ্রামের কয়েকশত নারী এতে পুরুষ অংশ নেয়।

এ সময় বক্তারা অভিযোগ করে জানান, গত ১৭ই এপ্রিল বিকালে গোবিন্দপুর বাজারের স্থানীয় বাজার কমিটির সভাপতি পদসহ বিভিন্ন বিষয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলার শিকার হন নিজামুদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৬ শে এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি। 

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সামাজিক প্রভাবশালী একটি পক্ষের প্ররোচনা ও আর্থিক প্রলোভনে পড়ে নিহতের পরিবারের করা মামলার এজাহারে খুনের ঘটনায় হামলাকারী প্রকৃত খুনিদের (টোকন মেম্বার, আকাশ, লুৎফর, রনি) আড়াল করে নিজামুদ্দিনের ভাতিজাসহ আশেপাশের পাঁচটি গ্রামের অর্ধশতাধিক সাধারণ মানুষের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তাদের মাঠের ফসলের ধান কেটে নিয়ে যাওয়া, ভয় ভীতি প্রদর্শন সহ নানাভাবে অত্যাচার নির্যাতনে হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় মামলার ভয়ে পুরুষ শূন্য গ্রামে নিরাপত্তাহীনতায় চরম মানবতার জীবন যাপন করছেন গ্রামের শিশু নারীরা। একদিকে পুলিশের ভয়, অন্যদিকে হামলা ও লুটপাটের ভয়ে অঙ্কিত ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী। এই পরিস্থিতি থেকে মুক্তি চান তারা। মানববন্ধন শেষে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।

বক্তারা বিকালবেলা গোবিন্দপুর বাজারে প্রকাশ্যে ঘটানো এই হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে হামলাকারী প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সঠিক বিচার ও হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2