• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইয়াতীম কমপ্লেক্সে ১০০ তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে

প্রকাশিত: ১২:১১, ১৯ মে ২০২৪

ফন্ট সাইজ
ইয়াতীম কমপ্লেক্সে ১০০ তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে

৫০ জোড়া তরুণ-তরুণীর ধুমধাম করে বিয়ে। যাদের মধ্যে অনেকেই এতিম, অনেকেই আবার অস্বচ্ছল। তাই এই ১০০ তরুণ-তরুণীর বিয়েতে ছিল না কোনো যৌতুক। স্বপ্নের এই আয়োজন সম্পন্ন হয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সে।

শনিবার (১৮ মে) শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এতিম ও অসচ্ছল পরিবারের এসব তরুণ-তরুণী। বিয়েতে প্রত্যেক দম্পতি পেয়েছেন ঘর সাজানোর উপহার। ছিল নগদ টাকা, সেলাই মেশিন, ভ্যানগাড়ি, রান্নার চুলাসহ সংসার সাজানোর সরঞ্জাম।

এদিন পাঞ্জাবি-পাগড়িতে তরুণরা আর লাল শাড়ি পরে করেনা আসেন কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সে। ইসলামিক শরিয়া অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নতুন বউ নিয়ে হাসিমুখে ফিরে যান নিজ নিজ গন্তব্যে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জাঁকজমকপূর্ণ আয়োজনে কোনো কমতি ছিল না। নিজের বিয়ের এমন অনুষ্ঠানের স্বপ্নও দেখেননি কনেরা। বরদের আনন্দও কম নয়। 

আয়োজক কমিটির সদস্য এম মিকাইল হোসেন জানান, যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে এমন আয়োজন করা হয়েছে। যেন যৌতুকের বলি হতে না হয় কোনো নারীকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2