গোবিন্দগঞ্জে যুবককে কুপিয়ে আহত, বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক যুবককে কুপিয়ে আহত ও বাড়ি-ঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ মে) সকালে খিড়িবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে বেশ কিছুদিন ধরেই সাবেক চেয়ারম্যান শাহীনের সাথে লিপু নামে একজনের বিরোধ চলছিল। সকালে লিপু বারটিকড়ি গোডাউন বাজার ভোট কেন্দ্রে গেলে শাহীনের সমর্থকরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় গ্রামবাসী উত্তেজিত হয়ে শিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহীনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং কয়েকটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিভি/রিসি
মন্তব্য করুন: