• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এমপি আজিমের মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম, স্বজনদের আহাজারি

প্রকাশিত: ১৩:৩১, ২২ মে ২০২৪

ফন্ট সাইজ
এমপি আজিমের মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম, স্বজনদের আহাজারি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর খবরে তাঁর নিজ এলাকায় ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। 

সংসদ সদস্য আজিমের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। স্বজনরা জানান, গত ১১ মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে ভারতে যান এমপি আজিম। গত ১৫ মে সকালে অনলাইনের মাধ্যমে পরিবারকে বার্তা পাঠান তিনি দিল্লি পৌঁছেছেন। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেনি স্বজনরা।

খোঁজ না পেয়ে গত ১৯ মে বিকালে রাজধানীর ডিবি কার্যালয়ে যান তার নিহত আজিমের পরিবার।

বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজীমের খন্ডিত মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। মৃত্যুর ঘটনায় সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনবারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম। কে বা কারা তাকে হত্যা করেছে তার তদন্তে নেমেছে পুলিশ। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2