• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নিখোঁজের পর পুকুরে মিললো সুমাইয়ার মরদেহ, মৃত্যুর কারণ অজানা

প্রকাশিত: ১৩:১৫, ২৫ মে ২০২৪

আপডেট: ১৩:৪১, ২৫ মে ২০২৪

ফন্ট সাইজ
নিখোঁজের পর পুকুরে মিললো সুমাইয়ার মরদেহ, মৃত্যুর কারণ অজানা

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামের সুমাইয়া আক্তার ( ১৭) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার একদিন পর পুকুর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যু সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।

শুক্রবার (২৪ মে) শ্যামেরকোনা তার নিজ বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া আক্তার উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামের আব্দুল মালেকের মেয়ে। সুমাইয়া আক্তার গত ২৩ মে নিখোঁজ হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, সুমাইয়া গত ২৩ মে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে বাড়ির পিছনের পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2